কবিতাঃ- একটা তুমির
✍️ মনোজ ভৌমিক
একটা তুমির ভীষণ প্রয়োজন,
বয়স কালে একলা যখন মন।
একাকিত্বের বেদনা বহা নদী,
একটা তুমি দেখতে এসে যদি।
ঐ ব্যালকনিতে হাজার স্মৃতির ভিড়,
চিলেকোঠা ছোঁয়া মন ভাঙা তসবীর।
একলা সূর্যে ওই দিনান্ত নেয় লুটে,
ধোঁয়াটে আকাশ শুধুই মানস পটে!
খোলা জানালায় হিমেল হাওয়া ঢোকে,
পুরানো বিছানা আঁধারেই মুখ ঢাকে।
চার দেওয়ালে একলা কথার ধ্বনি,
একলা রাতে জেগেই প্রহর গুনি।
রিংটোনটায় বিষাদ জাগায় শুধু ,
মনের ভিতর এ মন করছে ধূ ধূ!
বৃষ্টি শুধুই ভেজায় চোখের পাতা,
বাল্মীকি মনে উলটপালট খাতা!
ঘরের মধ্যে ঘরটাও নয় আপন,
শুধু হৃদয় জুড়ে স্মৃতির রোমন্থন!
চাই একটুখানি আলোর শিহরণ,
ঐ একটা তুমির বড়ই প্রয়োজন।