কবিতাঃ- এখনো কি...
✍️ মনোজ ভৌমিক
এখনো কি সে সময় ছোঁয়া
গরম লাগে কি তোর?
গোধূলি এলেই ঘামতে থাকে
বেবাক মনের দোর??
ফোটাস নাকি সাঁঝ শিউলি!
ঘন স্পর্শ পেতে ওর!!
মাঝ রাতে কি গন্ধ ছড়াস!
হয়ে গিয়ে বিভোর!!
ভাঙা মনের দেওয়ালে কেন
বাসনার উৎপাত!
কামনা যেন ঝিলিক মারে
মেঘেদের সংঘাত!!
ভোরের বেলা এখন কেন
ফেলিস দীর্ঘশ্বাস!
উদাসী চোখে দেখিস কেন
বাদল মেঘে বাতাস!!
বেলাশেষে সেই ইচ্ছেগুলো
কেন হতে চায় রঙিন!
শরীর মনের বোঝাপড়ায়
ভাবনা বড়ই দীন।