কবিতাঃ- একদিন বুঝি
✍️ মনোজ ভৌমিক

এই আষাঢ়েও বৃষ্টি ছিল
তোমার প্রেমের মত!
সোশ্যালে জুড়ে রইলে শুধু
দেহ মনে দিলে ক্ষত!!

কারুর মনে প্রত্যাশা ছিল
কাজল হরিণী চোখ!
কেউবা আবার চ্যাটিং করে
বাড়ালো মনের শোক।

মন জ্বালালে সবার তুমি
হতাশ চাতক দৃষ্টি,
ভিজলোনা তো কারো হৃদয়
না হলো নতুন সৃষ্টি!

পয়লা শ্রাবণ যক্ষ মন
রইলে ইনস্টাগ্রামে,
রূপের বাহার দেখালে খুব
টুইটার গেল থেমে!

তুমি কি চাও তোমার প্রেমে
ভূখণ্ড হোক বেহাল?
এমনিকরে একদিন বুঝি
হয়ে যাবে ডিজিটাল!