কবিতাঃ- একবার উদিত হও
✍️ মনোজ ভৌমিক
সভ্যতার নাভিমূল হতে
আজও উঠে আসে আর্তের চিৎকার!
কোথা তুমি হে মহামানব,
কে করবে এ দীর্ণ মানবতার প্রতিকার!!
ঈশ্বর ও ধর্ম জেগে আছে,
জেগে নেই মানুষের বিবেক মনুষ্যত্ব!
সম্প্রীতি ভাবনা যেন মিথ্যে,
কে শোনাবে আজ ধর্মের নিগূঢ় তত্ত্ব!!
হিংসা,বিদ্বেষ, হানাহানি,
বর্তমান সময়ের কঠিন যন্ত্রণা!
বিভ্রান্ত নেশাগ্রস্ত প্রজন্ম
ভার্চুয়াল সমাজের বড় বিড়ম্বনা!!
হে নব চেতনার নবারুণ,
একবার উদিত হও পুবের আকাশে,
ধোঁয়াশা কুয়াশা ভেদ করে,
ধরাকে জাগিয়ে তোলো অসীম বিশ্বাসে।