কবিতাঃ- একবার নয়
✍️ মনোজ ভৌমিক
ছুঁয়ে ছুঁয়ে কেন দেখিস ওরে, ওই আকাশের বুক?
ওখানেই কি খুঁজিস রে তুই, পরকীয়া মন সুখ??
জানিস নাকি? আকাশ আকাশে নেই, শূন্য হৃদয় ওর!
ভালোবাসা, ভালো বাসা, ওখানে মিথ্যে শব্দ শোর।
ভাঙা গড়ার খেলা চলে শুধুই যে ওইখানে,
অজুহাতি দ্বন্দ্ব কলহ শেষে, অস্ত্র অসি হানে!
তোর অন্তর জুড়ে বিরহ যাতনা, অশান্ত ক্রন্দন,
ঘুরিস কেন রে মিথ্যে আশায়?খুঁজিস ভ্রান্ত মন!!
মাটির বুকেতে রয়েছে আজও অন্তহীন ভালোবাসা,
শ্রান্ত হৃদয়ে রয়েছে লুকায়ে অকৃত্রিম প্রেম পিয়াসা।
আকাশের প্রেম ক্ষণিকের হয়, উদ্ভ্রান্ত অনুক্ষণ,
তৃষিত এ মাটি,স্থির অতি মতি, পূর্ণতায় আলিঙ্গন।
যেখানে রয়েছে "অনন্ত প্রেম" সৃষ্টিতে সমর্পণ,
একবার নয়, বার বার ওরে,করে নে তুই আপন।