কবিতাঃ- একবার ভুলে যেও
✍️ মনোজ ভৌমিক
বেলা শেষে
প্রেম এসে
যদি কোনোদিন
আজনবি বেশে
খেলে যায় বৈশাখী খেলা!
ক্ষণিকের তরে
হারায়ে নিজেরে
সে মধুর হাসি হেসে
একবার ভুলে যেও
এ তোমার হেমন্ত বেলা!!
কোরো না গো তুমি হায়
পাতা যদি ঝরে যায়
ভালোবাসে আঁকড়ে ধোরো
ও প্রেম যে পবিত্র প্রিয়...
ভিজে যাক চৈত্রের ধূসর ধুলা।