কবিতাঃ- একবার আয় রে
✍️ মনোজ ভৌমিক
কাজল নয়ন নিয়ে
যদি চেয়ে দেখতিস,
ভালোবাসা কারে কয়
তাহলেই বুঝতিস।
বড়ই তৃষ্ণা এ বুকে
পিয়াসও যে ভরপুর,
দিন রাত ডাকি তোরে
আয় রে হৃদয়পুর।
চাতকী এ মন নিয়ে
শুধু করি হায়! হায়!
শরীরে নেই সে সুখ
এই বুঝি প্রাণ যায়!!
একবার আয় রে ছুটে
অঝোর হাসিতে প্রিয়,
বিরহ যাতনা আর
সইতে পারেনা দেহ!
অমৃত চুম্বন তোর
জুড়ালে এ দেহ মন,
বুঝবি এ ভালোবাসা
কতটা তোর আপন।
মনচলি হয়ে কেন
উড়ে যাস তুই শুধু?
আয় না ফিরে আবার
হয়ে সেই গ্রাম্য বধূ।