কবিতাঃ- এই ভূত চতুর্দশী
✍️ মনোজ ভৌমিক
বাঁশ বাগানে শ্যাওড়া তলে
জম'জমাটি আসর!
বাজছে কত ধামসা মাদল
ঢাক ঢোল ও কাঁশর!!
ভূত পেত্নির হাঁক ডাকেতে
জমেছে ও ভূত পাড়া,
কেউবা করে উদম নৃত্য
কারো কাঁপে শিরদাঁড়া!
গাইছে কেউ বেসুরো গান
গিটারে ধুন করুণ,
শাঁকচৃন্নি মামদো প্রেমের
দৃশ্যটা ভাই দারুণ।
সাঁঝের বেলা যেওনা কেউ
মাঠে ঘাটে ময়দানে,
বাগে পেলে নাচাবে তোমায়
আজকের এই দিন।
গা ছম ছম মন কাঁপানো
এসো ভূত গল্পে হাসি,
সবাই মিলে স্বার্থক করি
এই ভূত চতুর্দশী।