কবিতাঃ- এই বেশ ভালো আছি
✍️ মনোজ ভৌমিক
কতবার ভেবেছি এগিয়ে যাব....
বাধ সেধেছে শুধু পিছুটান।
অদ্ভুত সম্পর্কে থাকি সন্দিহান!
না আগে!না পিছে!! সেই মাঝখান!
এগোলেই লাগে বড় ভয়!
হয় শূণ্য কিংবা পূর্ণ!!
পিছোলেই দেখি গিরিখাদ!
ওখানে সাধ অপূর্ণ!!
পড়ি,উঠি,আজো এইখানে
কেউ দেখে, কেউবা টানে।
আজ এই বেশ ভালো আছি
সবাকার মাঝখানে।