কবিতাঃ- ইগো
✍️ মনোজ ভৌমিক
ইগো নিয়ে দেখছি আজকে
প্রশ্ন করছে সব্বাই,
ঐ প্রশ্নটাকে সঠিকভাবে
করতে হবে যাচাই।
ইগো হলো এই সময়ের
মানব হৃদয় রোগ,
যার কারণে সমাজ জুড়ে
দেখি বড়ই দুর্ভোগ।
প্রবৃত্তিটা চির পুরাতন
ভীষণ প্রকট আজ,
ভাব ভাবনা মৃত কঙ্কাল
মিছেই নানান সাজ।
যেইদিন ছিল রাজতন্ত্র
ঐ ইগোটা ছিল মরে,
এখন দেখি সবাই রাজা
তুমি আমি ভিন্ন সুরে।
রাষ্ট্রে রাষ্ট্রে ইগোর লড়াই
দেখছি অনবরত,
টেক্কা দিচ্ছে একে অপরকে
মানবতা পর্যুদস্ত।
দেশের নেতারা ইগো নিয়ে
লড়ে যায় দিনরাত,
আমজনতা বলির পাঁঠা
সময়েই কুপকাৎ।
সমাজ জুড়ে তাকিয়ে দেখি
আজব গজব কান্ড,
পাড়া পড়শীর নিত্য চলে
ইগো নিয়েই দ্বন্দ্ব।
সংসারে ইগোর লড়াই
দেখছি এখন খুব,
পানের থেকে খসলে চুন
থাকছে না কেউ চুপ।
আসল কথা ঐ ইগো হলো
অহংকারী প্রতিবিম্ব,
যার কারণেই বিশ্ব জুড়ে
বিনাশ কালের দম্ভ।
বুদ্ধ ভাবনা সিদ্ধ হলেই
শান্ত হবে তনুমন,
ব্রহ্মাণ্ড হতে হারিয়ে যাবে
ইগো ভাবনা তখন।