কবিতাঃ- ইদানীং
✍️ মনোজ ভৌমিক
প্রতিদিন সন্ধ্যা নামে
গোধূলিকে ভালোবেসে,
কী অদ্ভুত প্রেম হয়
দুজনাতে মিলেমিশে!
তুমি কি শুনতে পাও...
গোধূলির হাহুতাশ!
আমি তো বুঝতে পারি
ঐ সন্ধ্যার দীর্ঘশ্বাস।
গোধূলি সন্ধ্যার প্রেম
নিমেষে হারিয়ে যায়,
রাত একেলাই জাগে
ভালোবাসা হতাশায়....