কবিতাঃ- এ রথ তো যায় আর আসে
✍️ মনোজ ভৌমিক

এই পৃথিবীতে রথ আসে...
সময় জেগে ওঠে উল্লাসে।
রথকে সবাই ভালোবাসে,
রথ এগোয় গন্তব্যের আশে।

রথের জন্য বন্ধুর পথ....
দড়িতে অগ্রগতির শপথ।
গতিময় হতে থাকে রথ,
দড়ি,রথ,পথ নয় একমত!

সংঘর্ষ চলে প্রতিক্ষণ....
প্রত্যাশার চোখে সর্বজন।
ভগবান কোথায় এখন!
ওই তো অপলক নয়ন!!

ভক্তজন অসীম উচ্ছ্বাসে...
আজো সময় বাঁচে বিশ্বাসে!
এ রথ তো যায় আর আসে...
অলক্ষ্যে ঈশ্বর মুচকি হাসে!!