কবিতাঃ- ডুববে নাকি
✍️ মনোজ ভৌমিক

অঝোর ধারায় শ্রাবণ এলে
আমার শহর ভিজতে জানে,
ডুবতেও জানে তেমনি করে
যেমন ডুবছো রবির গানে।

ডুবছে সড়ক ফুটগ্যালারী
মোড়ের মাথার চোরাগলি,
বস্তিবাসীও ডুবছে যখন
একাই তুমি দেখছো খালি!

আসল কথা শুকনো শ্রাবণ
হঠাৎ যখন উঠলো জেগে,
তোমার মনের তানপুরাটা
বাজলো আবার নতুন রাগে!

ডুবছে ডুবুক শহরতলী
সানবাঁধনো দীঘল পুকুর,
আর একবার ডুববে নাকি!
ঝালিয়ে নিতে স্মৃতিরমুকুর!!