কবিতাঃ- দখিনা পবন
✍️ মনোজ ভৌমিক
বৃক্ষ হতে খসে পড়ে
শেষ পাতাখানি,
সময়ের কাছে বৃক্ষ
প্রশ্নও রাখেনি।
ওই শাখা প্রশাখার
রিক্ত কলরব,
শুনেছে একাই বৃক্ষ
হারিয়ে বৈভব।
নিঃস্ব বৃক্ষ ধৈর্য্য ধরে
কাটে শীত রাত,
দখিনা পবন আনে
নতুন প্রভাত।
বৃক্ষ শাখে খেলা করে
কুসুম ও কলি,
পরাভূত ডাক দেয়
আসে শত অলি।
বিবর্ণ ঝরাপাতারা
মাটিতে নীরব,
ওরাই জাগালো বনে
বসন্ত উৎসব।