কবিতাঃ- দিনের প্রত্যাশা
✍️ মনোজ ভৌমিক
দিন যায় দিন আসে,মাস যায় চলে!
বছর দাঁড়িয়ে যায়, দিন এক এলে!!
এদিনে হারিয়ে যায়, সকল দুর্যোগ!
ভুলে যাই দু'জনার,যত অনুযোগ।
দুপুর গড়ালো সবে,বিকেল দেয় উঁকি,
অবাক দৃষ্টি নিয়ে তোমারেই দেখি!
এখনো সেই-ই তুমি! চির পুরাতন!!
বসন্ত পঞ্চমী তিথি, মধু সমীরণ!
ভালোবাসা,ভালো বাসা,হৃদয় রঙিন!
যতবার তোমায় দেখি,তত হই দীন!!
সাতনরী হার নয়,না ঝুমকোপাশা!
শুধুই চেয়েছো তুমি, টুকু ভালোবাসা!!
স্বার্থের দুনিয়ায় ঠকি বারে বারে,
প্রকৃত জীবন কথা শেখাও আমারে!
ডিজিটাল এই যুগে সবি ভার্চুয়াল,
তোমার আমার মাঝে সাবেকী বহাল।
নারীত্বে মহান তুমি কপট এ যুগে
সংসার ছাড়া তুমি এগোলেনা আগে!
আধুনিক যন্ত্রায়ণ বড়ই বিকট!
সঠিক মূল্যায়ন দিতে হারাওনি পথ!!
প্রেমের অমৃত ধারা বহিছে সদাই,
কত বসন্ত গেল চলে,ফারাক তো নাই!
বিকেল সন্ধ্যা গড়িয়ে আসুক না রাত্রি,
ওই অনন্তের পথে আমরা দুই যাত্রী।
ঈশ্বরের কাছে সদা, মিনতি দোহার,
সুখে থাক,ভালো থাক,ছোট্ট পরিবার।