কবিতাঃ- দিন শুধু দিয়ে যায় ফাঁকি
✍️ মনোজ ভৌমিক
সারাদিন ভিজে যাই
তারপরে খাবি খাই
ডুবে যাই মাছেদের মত!
তবুও মালিক বলে,
হিসেবের খাতা খুলে
মুনাফাটি হয়নি তো অতো!!
মেশিনে প্রফিট হয়
থাকে নাতো সংশয়
ভরে ওঠে মনের বাসনা।
তোরা তো সময় কীট
শুধু শুধু আনফিট
বললেই অনেক বাহানা।
কি করি বল না ভাই
কিছু তো খুঁজে না পাই
রোদ খোঁজা ভীষণ যে দায়!
কষ্টটা এ বুকে চাপি
মুখ গুঁজে দিন মাপি
গালি খেয়ে শুধু দিন যায়!!
ওদের বলতে শুনি,
করো কেন কানাকানি?
চুপ চাপ কাজ করে যাও।
বলো যদি মাথা তুলে
যাবে তুমি রসাতলে
বাইরের রাস্তা মেপে নাও।
স্বাধীনতা আর নাই
মুখেতে শুধু বড়াই
সময়ের মুখোশটা দেখি!
সরকার দিলদার
সবকিছু ছারখার
দিন শুধু দিয়ে যায় ফাঁকি!!