কবিতা :- দিন বড়ই দুর্বোধ
✍️ মনোজ ভৌমিক

ধোঁয়াশায় ছুঁয়ে আছে
সময়ের ওই রোদ,
জমিয়ে পড়েছে শীত
দিন বড়ই দুর্বোধ।

তোমাকে আমাকে ছুঁয়ে
জেগে ওঠে বড়দিন,
কেক আর স্যাম্পেনে
রাতটা ছিল রঙ্গিন।

আস্তাবল আজো শোনে
জেরুজালেমের কান্না,
মহানের জন্মটাকি
সময়েরই গননা ?

সমৃদ্ধ ঐ ধর্মগ্রন্থ
নক্ষত্র আবির্ভাবে,
রক্তাক্ত ক্রশ দেহ
বদলায়নি স্বভাবে!

'ক্ষমাই পরম ধর্ম '
বলেছেন মৃত্যুমুখে,
সময়ের ইতিহাস
বাঁচে আজ কোন সুখে?

বড়ো কিম্বা ছোটো দিনে
ওদের কি যায় আসে?
ওরা তো রোদকে ছুঁয়ে
বাঁচতেই ভালোবাসে।