কবিতাঃ- দ্বিগবিজয়ীর উক্তি
✍️ মনোজ ভৌমিক
আজকে ভাবছি বসে,তুই আর আমি শুধু,
আমবাই সেই লোক, রাম শ্যাম যদু মধু।
যেমন নাচায় দিন তেমনি নাচছি জোশে,
মারখাই আজীবন ওদেরকে ভালোবেসে।
শুধরোতে চাইলেও পারাটা কঠিন ভাই,
মন ভাঙা আয়নায় প্রতিদিন ধোঁকাখাই।
স্বপ্ন দেখতে থাকি ঝাণ্ডা আর পতাকায়,
আগুন হারা চুল্লিটা দিন শেষে মার খায়!!
কেউ তো দেখিনি ভাই,কেবা রাম! কে রহিম!!
যীশু সম বিশু হয়ে, হয়ে যাই মহামহিম!
মার খাওয়া লোক যদি না থাকে এ জগতে,
ঝুলি তো শূন্য রবে ওদের জমানো খাতে।
যেমন চলছে চলুক আমাদের আর কি?
ভেবে নাও এ জীবনে এটা এক ইয়ারকি।
সেদিনও যুদ্ধ ছিল আর্য আর অনার্যের,
আজকেও যুদ্ধ দেখি শৌর্য আর বীর্যের!
লোভ লালসা নিয়ে এসেছিল কত চোর,
কেউবা চোরালো ধন,রাজদন্ডে কারো শোর!
তখনো খেয়েছি মার, ধর্মের হয়েছে হার!
সময় গাইলে গান, এ দেশটা সেকুলার!!
প্রশ্ন আজকে এ মনে, সেকুলার কোন দেশ?
সবাই ধর্ম শাসনে পরেছেন রাজবেশ।
উড্ডীন হোক ও ধ্বজা, হোক না প্রতিষ্ঠা প্রাণ,
আর্য অনার্য নিয়েই ফিরুক দেশের মান।
দ্বিগবিজয়ীর উক্তি, বড় বিচিত্র এই দেশ,
লড়ি আর মরি শুধু, রয়ে যায় ভাগশেষ।