কবিতাঃ- ধুয়ে মুছে যাক পাপ
✍️ মনোজ ভৌমিক
জ্বললে আগুন,জ্বলে কি ভাই
মনের যত কালি!
ধর্ম তো আজ কথার কথা
সময়ের খেলা খালি!!
দিকে দিকে গোপন হিংসা
করে দেখো হানাহানি,
সম্পর্কে আজ আঁশটে গন্ধ
বেইমানি,রাহাজানি।
অসুরি প্রবৃত্তি জ্বলেনি আজো
প্রহ্লাদ ভাবনা জ্বলে,
ন্যায়,নীতি,বিবেক মনুষ্যত্ব
জ্বলছে ঐ দাবানলে!
হচ্ছে হোক হোলিকা দহন
নির্মূল হোক সন্তাপ,
মানবতার হোকনা জয়
ধুয়ে মুছে যাক পাপ।