কবিতাঃ- ধোঁয়া
✍️ মনোজ ভৌমিক
উঠলে ধোঁয়া সব মনেতে
জাগে বড় সংশয়,
প্রশ্ন ওঠে কোথায় আগুন?
চর্চাও ভীষণ হয়!
সব আগুনেই ধোঁয়া ওঠে
একটু কম ও বেশি,
ধোঁয়ার মধ্যে ফারাক খোঁজে
সময়ের কালো শশী!
ধোঁয়া তো ভাই ধোঁয়াই হয়
কাঠ অথবা খড়ের,
আগুন নিয়ে বিচার করার
সময় কার ঘরের?
সব আগুনের রূপ কিন্তু
আলাদা রকম হয়,
উদ্ভুত ওই ধোঁয়ার গতি
বাতাস ছুঁয়েই বয়।
ধোঁয়া বিচার করার আগে
আগুন বিচার কোরো,
যজ্ঞ কিংবা ঘর পোড়ানো
কোনো একটাই ধোরো।
বুঝবে যেদিন ধোঁয়া শুধু
আগুনেরই নির্যাস,
নিভলে আগুন হবেই ও
ক্ষণিকের পরিহাস।