কবিতাঃ- ধন্য রাজার পূণ্য এ দেশ
✍️ মনোজ ভৌমিক
তেলা তেলির এই দেশেতে
একাডেমিও যায় না বাদ!
ক্ষমতা তোমার থাকলে হাতে
লেখাও তোমার হবে নিখাদ!!
ঝপাং করে ধরুক ব্যঙ
লম্বা হোক না হতির ঠ্যাং!
আম্মা কিংবা হাম্বা ডাক
পদক তোমার হাতেই থাক!!
বুদ্ধিজীবীর চোখ কপালে!
ভাবনা নাকি গভীর জলে!!
বহুমুখী প্রতিভা রাজার
ভাবনাও কি মহান সাজার!
সব রাজার-ই উলঙ্গ বেশ!
ধন্য রাজার পুণ্য এ দেশ!!