কবিতাঃ- ধঞ্চে হয়েই বেঁচে থাকো
✍️ মনোজ ভৌমিক
তোমরা যখন গল্প বলো
বুক উঁচিয়ে ঐ মঞ্চেতে,
আমি তখন ভাবনা খুঁজি
জলা ক্ষেতের ধঞ্চেতে।
ধঞ্চে তো মুড়িয়েই যায়
উর্বরতার বিধান নিয়ে,
পঁচাত্তরেও ঐ ধঞ্চেগুলো
তেমনি বাঁচে মরণ ছুঁয়ে।
দেশ যেদিন স্বাধীন হলো
তারাও নাকি নেচেছিল!
স্বপ্ন ছিল 'সবাই রাজার'
স্বপ্ন আজ কোথায় গেল!!
রাজা তো ভাই রাজাই আছে
ভাব ভাবনাই পক্ষপাতে,
ধর্ম নিয়েই নাচছে রাজা
গণতন্ত্র যাক পক্ষাঘাতে।
স্বাধীনতার পঁচাত্তরেও
নিত্য নতুন গল্পই শুনি,
পিঠের 'পর করের বোঝা
বাজার দরে প্রমাদ গুনি।
চারিদিকে শুনছি শুধুই
দেশে আজকে নেতাই চোর!
আমজনতাই হাপিত্যেশে
রাজা সাজার মিথ্যে সে শোর।
চোখ,কান,মুখ বন্ধ রাখো
ঐ ধঞ্চে হয়েই বেঁচে থাকো।