কবিতাঃ- দেখতে থাকি উল্টো রথ
✍️ মনোজ ভৌমিক
সবকিছু আজ পাল্টে গেছে সময় ছোঁয়া জীবন রথ!
মানিয়ে নেওয়া পন্থাটাকে আমল করলে ব্রাত্য পথ।
দিনকাল সব অন্যরকম একান্নতে নেই সহমত,
স্বার্থ নিয়েই গড়তে থাকি হৃদয় ভাঙা ঐ ইমারৎ!
সেদিনের সেই চুঁ-কিত্কিত্ বৌ-বসন্ত আর লাফদড়ি!
সাতগুটি ও ড্যাং গুলিতেও পূর্ণচ্ছেদের লম্বা দাঁড়ি।
সব খেলা আজ অনলাইনে হিসেব করে খেলতে হয়,
পয়সা ছাড়া খেলাগুলিতে সময়ের বড় অপচয়!
সময় বন্ধু পাড়ার মোড়ে আড্ডায় আর সেদিন নয়!
আইফোনটা হাতের মধ্যে নেট পাড়াতে চ্যাটিং হয়!!
তোমার আমার ভালবাসা স্বাধীনতার গল্পে মাতাল!
সম্পর্কের ইতি ও অতি কেইবা বলো রাখে খেয়াল!!
পানের থেকে খসলে চুন সবকিছু যায় রসাতলে,
বোঝার কিন্তু উপায় নেই রয়েছে কে কতটা জলে!
দিন দুবেলা হিসেব কষি ইঞ্চি ফুটের জায়গা জমি,
শরীর জুড়ে রোগের দৌড় ব্যাঙ্ক ব্যালেন্সে রয়েছে কমি!
ওল্ডহেরিটেজ এ সময়ে ধারন করেছে বড় শপথ!
জগন্নাথেরা ফিরেই আসেন দেখতে থাকি উল্টো রথ।