কবিতাঃ- দেখো একবার
✍️ মনোজ ভৌমিক
কোথা যাও তুমি দেব!
ক্ষণেক দাঁড়াও।
অবোধ সন্তান ডাকে
এদিকে তাকাও।
অভাগার রিক্ত স্বর
শুনে যদি নাও!
একবার মহেশ্বর
স্বরূপ দেখাও।
পতিত পাবন যদি
তুমি দীননাথ,
কঠোর হৃদয় কেন
ওগো ভোলানাথ!
অনেক দিয়েছো প্রভু
অসতের সাথ,
পেয়েছো ওদের থেকে
শত প্রতিঘাত!
তবুও তুমি তো দেব
বড় আত্মভোলা,
ভক্তের কাতর কণ্ঠে
কেন অবহেলা!
গঙ্গাজল,বিল্বপত্রে
পূজি দুইবেলা,
শাস্ত্র জ্ঞান নাই মোর
মন্ত্রে "শিব" বলা।
হে স্বপ্ন ঈশ্বর শিব
দেখো একবার,
পৃথিবী পৃথিবী নয়
হিংসা আধার!