কবিতাঃ- দীপ জ্বলো... দীপ
✍️ মনোজ ভৌমিক
দীপ জ্বলাও... জ্বালো দীপক...
জ্বালাও অজস্র প্রদীপ...
অমানিশার অন্ধকার ঘুচিয়ে
জ্বলুক চেতনা সু-দীপ।
সমাজের সর্বত্রই আজ
বড় কঠিন আঁধার..
দীপাবলির দীপ জ্বালিয়ে
হবে কি এর উদ্ধার?
কতখানি চৈতন্য জাগবে
ওই হৃদয় মাঝেরে!
কতটুকু হিংসা হারাবে
বলো এই সংসারে!!
প্রতিবারই রাবণ জ্বলে
জ্বলে প্রদীপের আলো!
তবুও কেন এই সমাজে
মোমবাতি এত ভালো!!
দীপ জ্বলো,দীপ জ্বলো,দীপ...
মনুষ্যত্ব-মানবতায়...
বিবেকের জাগরণ হোক
এ সমাজ সভ্যতায়।
🙏 শুভ দীপাবলী 🙏