চন্দ্রযান- ৩
দেশের রাজা উদার হলে
প্রগতি কর্মে বড়ই সুখ,
১৪০ কোটি মানুষ আজ
ভুলেই গেলে পুরানো দুখ।
দক্ষিণ চাঁদে পাড়ি জমালো
" ইসরোর " ল্যান্ডার বিক্রম,
ভারতবর্ষ দেখিয়ে দিল
বিজ্ঞানীদের কতটা দম।
বিশ্ব ইতিহাসে লিখে নিল
নিজের নাম আমার দেশ,
সৎ ভাবনা বুকেতে নিয়ে
"ইসরো" জিতলো বড় রেশ।