কবিতাঃ- চলে গেলে...
✍️ মনোজ ভৌমিক
চলে যাওয়ার সময় এলে কেইবা বলো আটকে রাখে!
চলে গেলে, শুধু কয়েকটা দিন স্মৃতি আঁকড়েই বসে থাকে।
তারপর আবার সময়ের সাথে ছন্দ মেলানোয় মতি,
ধীরে ধীরে কাটিয়ে উঠতে হয় সমস্ত রকম দুর্গতি।
এছাড়া আর উপায়ই বলো কোথায়!
কতদিনইবা কাউকে ধরে রাখা যায়!!
তোমার চলে যাওয়াটাই এক্কেবারে স্বাভাবিক,
সময়ের হাত ধরে এগিয়ে চলাও গতানুগতিক।
শুধু হিসেব কষি, কি পেলাম আর কি হারালাম!
সবই যেন ছিল ওই ভ্রান্ত সময়ের পরিণাম।
দুঃখ কষ্ট হাতড়াতে হাতড়াতে আবার নতুন করে বাঁচা,
প্রত্যাশা বুকে বেঁধে ভাবি, আর যেন না দেখি বন্দি খাঁচা!
অনেককিছু হারিয়ে একটু তো স্থির হয়েছিলাম তোমার বুকে,
যাওয়ার বেলা কেন বিষাদের গান শোনাও দিকে দিকে!
এক আকাশ খুশি নিয়ে বাঁচতে চাই,
তোমাকে হারানোর দুঃখ যেন ভুলে যাই।
তুমি আর ফিরে আসবে না জানি,
ভারাক্রান্ত মন আজ বড় অভিমানী।
এ বিদায় যে আজ বড়ই বেদনাময়...
তোমাকে হারিয়ে হোক নতুনের অভ্যুদয়।