কবিতাঃ- চোখ কান মুখ বন্ধ রাখো
✍️ মনোজ ভৌমিক
দেশ জুড়ে আজও দুর্নীতি!
বন্ধ হলো বলো কই?
এবার না হয় অন্য ইস্যুতে
ভাজতে হবেই খই।
বিচিত্র এই দেশ রে ভাই
হাসি সেলুকাসি হাসি,
গণতন্ত্রের গলায় যেন
দিতে চায় ওরা ফাঁসি!
তন্ত্রে সেই আমলা বহাল
যারা আজো পুরাতন,
চাবুক মারলে মধ্যবিত্তে
হয় কি পরিবর্তন?
বস্তা বস্তা নোট গোছানোর
বুদ্ধি কাদের মাথায়?
"আমার জন্য, তোমার জন্য,"
ওরাই পথ দেখায়।
বিশ্বমাঝে যতই উড়াই
উন্নয়নের কেতন,
আসল কথা দেশটা আজো
মুষ্টিমেয়রই ধন।
গদীর লড়াই লড়ছে ওরা
ভাষণে খুঁজছি মই,
যোজনা নিয়ে সময় এলে
মধ্যবিত্ত থাকে কই!
ঐ মধ্যবিত্তই গোবেচারা
ট্যাক্সের বোঝা কাঁধে,
হিসেব ক'ষে সাঁঝের বেলা
চোখের জলকে বাঁধে।
বেকারত্বের জ্বালা বুকে
ঘুরছে কাদের ছেলে?
বাক্সবন্দী সার্টিফিকেট
ফেলতে হবে কি জলে??
কান্না বুকে কৃষক শ্রমিক
ধুঁকছে দেখি আজও,
নেপথ্য হতে লেনিন বলে
এবার যুদ্ধে সাজো।
সত্যি কথা বলতে এ দেশ
আজ সম্পত্তি ওদের,
প্রতিবাদী হবেই যখন
প্রশ্নটা কোন দেশের!
হোক না যতই দুর্নীতি
স্বেচ্ছাচারী শাসন,
চোখ,কান,মুখ বন্ধ রাখো
বাঁচতে হলে এখন।