কবিতাঃ- চিরন্তন
✍️ মনোজ ভৌমিক
মসনদী এই দেশে
তুমি আমি অভিশাপ!
ভোট সামনে এলেই
হয়ে যাই 'মাইবাপ'!!
কথায় দারুণ রং!
নানান রকম ঢং!!
সাজে ওরা কত সং!
দেখি খেলা পিংপং!!
দিন আসে দিন যায়,
সুদিনের প্রতীক্ষায়।
ইনক্লাব মুছে যায়,
মসনদী বাহানায়।
আবার আসছে ভোট,
গোপনে বাটবে নোট!
নেতাদের লাল ঠোঁট,
ভেঙে দেবে সব জোট!!
সবাই সবই বুঝি,
তবু থাকি মুখ বুজি।
কজের বেলায় কাজী,
ফুরোলেই সব পাজি!
দুটো চোখ খোলা রাখি,
সবাই দেখতে থাকি।
কাউকে হাসাতে দেখি,
দেখে কেউ বোজে আঁখি!
তুমি আমি জনগণ,
কষে খুব দিই ডন।
ভোট হলে সমাপন,
আশাহত হয় মন।