কবিতাঃ- চির অতৃপ্ত ইন্ধন
✍️ মনোজ ভৌমিক
যদি বৃষ্টি নামে বৈশাখের ওই মেঘে!
চাতকী পিয়াসে থাকবে কি তুমি জেগে!!
উলোটপালট মেঘ হাওয়াদের খেলা!
মনের গহীনে স্বপ্ন সুখের ভেলা!!
চুমু দিয়ে যাবে ঐ কালবোশাখী মেঘ,
ভেঙে চুরে যাবে হৃদয়ের গতিবেগ!
টুপ টুপ করে মেটাবে মনের তৃষা,
বিহ্বল হবে কি অতৃপ্ত সে ভালোবাসা?
সেদিনও আকাশে ছিল শ্রাবণের মেঘ!
আবেগী কথায় ছিল না তেমন বেগ!!
অঝোর ধারায় নেমেছিল বারিধারা!
ভালোবাসা ছিল অভিমানে দিশেহারা!!
ভালোবাসা যেন চির অতৃপ্ত ইন্ধন!
"অনন্ত প্রেমেও" কেঁদে মরে দুটি মন!!