কবিতাঃ-চেষ্টায় পাবেই ফল
✍️ মনোজ ভৌমিক
যার তার দিকে তর্জনী উঁচিয়ে
দাও হে দারুণ খোটা!
নিজের দিকে তাকিয়ে দেখো হে,
রয়েছে আঙুল ক'টা?
চালুনি হয়ে ঐ সূচের বিচার
করাটা নয়তো ভালো,
দেখতে যদি ঐ আয়নায় মন
রয়েছে কতটা কালো!
এদিক ওদিক ছলাং মারো
চুমু খাও একে তাকে,
ঐ পানের থেকে খসলেই চুন
বদনাম ক'রো ওকে!
অভাব তোমার নেইতো কিছুই
স্বভাবেই শুধু দোষ!
বহুরূপী হয়ে ফেলেছো হারিয়ে
আজকে নিজের হোঁশ।
পরচর্চা আর ওই পরনিন্দা
মুদ্রা দোষ সবে মানি,
সময়কালে ঐ দোষ তোমার
প্রমাদ গুনাবে জানি।
বয়সের সাথেও মুদ্রাদোষের
হয়না জানি বদল,
মানুষ কিন্তু অভ্যাসের দাস
চেষ্টায় পাবেই ফল।