কবিতাঃ- বুদ্ধ পূর্ণিমা
✍️ মনোজ ভৌমিক
আকাশ জুড়ে বাদল মেঘ
চন্দ্রপ্রভা কোথায়!
গ্রহণ লেগেছে ওই চাঁদে
পূর্ণিমা আজ ব্যথায়।
প্রভা বিহীন আভায় খুঁজি
শান্তি সুখের বন,
পূর্ণিমা আজ বুদ্ধ হলেও
শুদ্ধ নয় এ ভুবন।
মনের মাঝে শতেক প্রশ্ন
দিয়ে যায় শুধু উঁকি,
সময়ের সাথে সম্পর্কও
কেন দিয়ে যায় ফাঁকি?
সম্পর্কে সেই শুদ্ধতা নেই
ঐ বুদ্ধে আজ কি খোঁজা?
মনের ঘরে তাকিয়ে দেখো
হিংসার শত বোঝা।
জ্বলছে দেখো এই দুনিয়া
হিংসা আগুনে যীশু!
তোমার আমার চির দ্বন্দ্বে
ভাবনা হয়েছে পশু।
একাই বুদ্ধ শুদ্ধ ছিলেন
মানসিক সন্তাপে,
বুদ্ধ হতে পারবে কি তুমি
ঐ মন জ্বলা উত্তাপে?
তাই তো গ্রহণ সর্বত্রই
গ্রহণ আকাশ চাঁদে,
ঝলসে যায় সময় পৃথ্বী
দুঃসময়ের ফাঁদে।
" বুদ্ধং শরণং গচ্ছামি"
মন্ত্র যদি নাও ঘেঁটে,
শুদ্ধ হবেই চিত্ত সবার
গ্রহণ যাবেই কেটে।