কবিতাঃ- বৃত্ত বানানো কঠিন
✍️ মনোজ ভৌমিক

বেঁচে আছি! বেঁচে আছি!!
সময়ের হাত ধরে!
কেউবা ধরেছে হাত,
কেউ গেছে ছেড়ে ওরে!!

ফারাক পড়েনা কিছু,
স্বার্থপর এ সময়ে!
আমিও নিয়েছি শিখে,
মানুষকে ছুঁয়ে ছুঁয়ে।

কষ্টকে লুকিয়ে বুকে,
হাসছি খোখলা হাসি!
মুখোশে ঢেকে এ মুখ,
হেসে বলি, ভালোবাসি!!

আত্মীয় আজকে যারা,
তারাও বুঝিয়ে দিলো,
আন্তরিক ভাবনাকে
এবার একটু ভুলো!

বন্ধু আজ শত্রু বড়
খেলছে কুটিল খেলা!
ঘোর কলি! ঘোর কলি!!
ঘনিয়েছে কালবেলা!

বৃত্ত বানানো কঠিন...
কেন্দ্রেই আসছি ফিরে!
সে সময় ফুরিয়েছে,
যে বৃত্ত বানাতে পারে!!

দুর্বৃত্ত সময় আজ
সময়কে প্রশ্ন করে,
ধর্ম কি হারিয়েগেছে?
পৃথিবীর প্রতি ঘরে ??