কবিতাঃ- বৃষ্টিরাণী
✍️ মনোজ ভৌমিক
হঠাৎ করে গভীর রাতে
চুপটি করে এসে,
ঘুম ভাঙালি মধুর সুরে
আমায় ভালোবেসে।
জানালা দিয়ে বললি ডেকে,
দরজাটা তো খোল,
সব চিঠিরই জবাব দেবো
সময় আনমোল।
বিছানা ছেড়ে হঠাৎ করে
যেমনি দরজা খোলা,
তোকে দেখেই হৃদয় জুড়ে
স্বপ্ন ভাঙার খেলা!
স্পর্শে তোর শিহরিত তনু
ডাকলি একলা ছাদে,
তারপরেতে কি যে বলি...
মধুর মিলন স্বাদে!
সব চিঠিরই জবাব দিলি
ভিজিয়ে তনুমন,
ইচ্ছে তো হয় তোর ছোঁয়াতে
থাকতে সর্বক্ষণ।
এমনি করেই আসিস তুই
সকাল দুপুর সাঁঝে,
রাতের বেলা ভেজাস মন
নিত্য নতুন সাজে।