কবিতাঃ- বৃষ্টি আসুক
✍️ মনোজ ভৌমিক
এখন আমি বিদায়ী জৈষ্ঠের
নির্ঘুম আকাশের দিকে তাকিয়ে আছি!
অজস্র সাদা কালো মেঘ লুকোচুরি খেললেও,
বৃষ্টির উন্মাদনা দেখতে পাই না!!
তপ্ত দাহে ওষ্ঠাগত প্রাণ।
ধর্মগুলোও যেন ওর কাছে ম্লান হয়ে গেছে!
আজকাল কেউ আর "বর্ষা মঙ্গল " গায় না!!
কাউকে দেখি না, রাস্তায় রাস্তায় ঐক্যবদ্ধ হয়ে গাইছে,
" আল্লা মেঘ দে, পানি দে। "
সত্যি কথা বলতে, ধর্মগুলোয় বোধহয়
আজ আর ঈশ্বর বা আল্লাহর প্রতি সে মানবিক
আন্তরিক টান নেই!
আগ্রাসনের চাপে পড়ে সকল ধর্ম-ঈশ্বর
বৃষ্টি বর্ষণ করতেও কুণ্ঠা বোধ করছেন!
সে যাই হোক, আমরা যারা একাংশ ধর্মের অন্ধত্বে উদাসীন,
তাদের জন্য তো বৃষ্টি দাও হে ঈশ্বর বা আল্লাহ।
আশারাখি, তোমরা আমাদের কাতর বিনতি
শুনতে পাচ্ছ ....
দেরী হলেও ক্ষতি নেই কিন্তু বৃষ্টি আসুক.....বাঁচুক মানবতা