কবিতাঃ- বৃহন্নলা
✍️ মনোজ ভৌমিক
কোন পাপ করেছে এ দেহ
বলতে পারো ঈশ্বর?
কোন কারণে এই সমাজ
করলো আমারে পর??
মায়ের গর্ভে জন্মেও কেন
মাও হলো না আপন?
পরিজনরা মুখ ফেরালো
জানলো এ রূপ যখন।
কষ্ট শুধুই বুকেতে চাপি
যখন ভাবি সমাজ,
মানুষের ঘরে জন্ম নিয়েও
মানুষ বলে না আজ!
শৈশব ছিল বড় আদরের
কৈশোরে এ দেহে বাজ!
নারী-পুরুষ প্রকৃতি মিলে
জন্মের দুরূহ সাজ!!
কেউবা ডাকে তৃতীয় লিঙ্গ
কেউ বলে বৃহন্নলা,
মুখ ভেঙায় কিন্নর নামে
মন জ্বলা কথামালা।
সভ্যতা আজ একবিংশ
শুধুই নামের দেখি,
'মানবতা'এই মিথ্যে ডাক
কোথায় তুলে রাখি!
বৈদিক থেকে বর্তমানেও
অবহেলা সয়ে থাকি,
সমাজ বদল মনীষীদের
আজকে আবার ডাকি।
অর্ধনারীশ্বর ঐ ঈশ্বর
পান যদি শ্রেষ্ঠ পূজা,
পুজো আমরা চাইনা কেউ
মানবতা হোক তাজা।