কবিতাঃ- বড় অদ্ভুত এই দুই ঋতু
✍️ মনোজ ভৌমিক

ধরা বুকে হেমন্ত এনেছিল
হিম মাখা নতুন রোদ্দুর,
মন ভুলিয়ে সবারে আজ
গেল সে চলে অনেকদূর...

এমনি করেই হেমন্ত যায
ঝরিয়ে দিয়ে গাছের পাতা,
হৃদয় মাঝে জাগিয়ে ক্ষত
হিসেব কষে মনের খাতা।

ধোঁয়াশা কুয়াশা মাখা শীত
চুপিচুপি আসে এ ধরায়,
কিশলয় জাগে চারিদিকে
রোদ মেখে নতুন ধারায়।

নবান্ন ছোঁয়া মন তোমার
পিঠেপুলি উৎসবে মাতে,
গঙ্গাসাগরে ডুবিয়ে দেহ
জাগে বসন্ত পঞ্চমী প্রাতে।

বড় অদ্ভুত এই দুই ঋতু
জীবনের আয়না দেখায়,
হেমন্ত শীতেই সমাহিত
সময়ই বুঝতে শেখায়।