কবিতাঃ- বনমালী কথা
✍️মনোজ ভৌমিক
বাগানের ফুল ছেঁড়েনি তো ওই বনমালী,
তবু তারে বদনাম পেতে হ'লো খালি খালি!
ফুলের হৃদয়ে বসেছিল এক বৃন্তচোষা কীট,
বিমোহিত ফুল যেন শুনছিল ভ্রমর সঙ্গীত!
বনমালী শুনিয়েছিল তারে বিষাদ বারতা,
ও ফুল শোনেনি একবারও বনমালী কথা।
হেরিয়া মধুর প্রীতি,বনমালী উঠিল রুষিয়া,
সত্বর ঐ ফুল হতে কীটেরে দিল দুরে ফেলিয়া।
হঠাৎ বৃন্ত হতে ছিঁড়িল একটি পাপড়ি তার,
ব্যথাতুর হৃদে ফুল ওর পানে চায় বার বার।
বড়ই রুদ্র রোষে দিল তারে কত শত গালি,
অবেলার ফুল আমি, এ বুকে সব মধু খালি।
যদি ও ভালোবাসে পরম আদরে চোষে এ দেহ রস,
তোরইবা কি আসে যায়? কেন ভাঙলি রঙ্গরস??
আমিই বদনাম ছড়াবো আজি হতে তোর নামে,
তুই-ই ছিঁড়েছিস মোর এ দেহ কামাসক্ত মনে।
কাতর কণ্ঠে শত অনুনয় করেন বনমালী,
মূঢ় আমি, মূর্খ অতি, বুঝি নাই এ হেন পাঁচালি।
বদনাম ছড়িও না ওগো অবেলার কামিনী,
রঙ্গরসে ভঙ্গ দেওয়া সমুচিত নয় জানি।
শুনিল না,বুঝিল না,অবেলার ঐ পিয়াসী ফুল,
ছড়াইলো অপবাদ ছিল শুধু বনমালী ভুল।