কবিতাঃ- বনলতা
✍️ মনোজ ভৌমিক
যেখানে দাঁড়িয়ে আছো বনলতা
একবার ভালো করে তাকিয়ে দ্যাখো,
জায়গাটা আজ বড়ই অস্থির!
হয়তো এখনি ভূমিকম্প আসবে
নয়তো উঠবে ভয়ঙ্কর সুনামি!!
কিংবা নামবে প্রচন্ড খরার প্রোকপ!
অথবা যুদ্ধ যুদ্ধ খেলায় হারিয়ে যাবে তুমি!!
হঠাতই গড়ে উঠতে পারে
আগ্রাসী সভ্যতার শিল্পায়ণ!
ক্ষণেকেই হারিয়ে যাবে
তোমার অফুরন্ত যৌবন!!
বাতাসে ছড়াবে কালো ধোঁয়া
তোমাকে আর যাবে না ছোঁয়া!
বনলতা, এ সময় বড়ই জঘন্য!
পলকেই অবলুপ্ত হবে শকুন্ত লাবণ্য!!
বিবেকহীন এ সময় ভীষণ স্বার্থান্ধ!
চারিদিকে বিষাণু আর বারুদের গন্ধ!!
বনলতা,তোমার অস্তিত্ব আজ বড়ই বিপন্ন!
কী করে বাঁচবে বলো আগামী প্রজন্ম!!