কবিতাঃ- বলতে নেই আজ
✍️ মনোজ ভৌমিক
" ভালো আছি "এই শব্দ দুটি
যেন বলতে নেই আজ,
মূল্যবান রত্নের মতই
লুকোই ঐ শব্দ সাজ।
বললেই লাগছে গ্রহণ
শব্দ দুটোয় দেখি!
নিজের মনেই প্রশ্ন করি
করলাম কি একি!!
সময়ের ঘরে কান্নাকাটি
শুনি যখনতখন,
একটুখানি হাসতে গেলে
প্রমাদ গুনে এ মন!
ভালো নেই ও ডিরোজিও
রাম ও রহিম ভাই!
বদনামে গুরু গোবিন্দসিং
বোধিবৃক্ষ দূর ছাই!!
সেদিন ওই শব্দ দুটির
খরচে ছিলনা ভয়,
আজকে ভাবি ওদের যেন
হয় না অপচয়!
সময় বুঝে খরচ কোরো
"ভালো আছি" দুটি শব্দ,
নইলে আর পাবে না ফিরে
মনটাই হবে জব্দ।