কবিতাঃ- বলো কি কারণ
✍️ মনোজ ভৌমিক
বিগত দুই বছরে
সারাটা পৃথিবী জুড়ে
কতগুলি কাক ডেকেছিল
গুণেছিলে কি নিবারণ?
তুমি কি গুণেছিলে অরণি??
আমিও তো গুণিনি!
গুণেছিল শুধুই তারা...
যাদের হৃদয় আকাশ হতে
খসেছিল বেহিসাবী তারা!
ওরাও তো গুণেছিল
মৃত্যুর আশঙ্কায় ছিল যারা।
বিষাক্ত ও পৃথিবীতে শুধুই কি
কাক ডেকেছিল নিবারণ?
আজ এই উন্মাদ হাওয়ায়
কাকের ডাক গোণায় কি
রয়েছে বারণ??
সভ্যতার বদল হলেও
ভাবনা না বদলানোর
বলো কি কারণ?