কবিতাঃ- বলছে সময়
✍️ মনোজ ভৌমিক
মানুষের মাঝে দেখছি মানুষ বেশ!
নিত্যদিনের কত নতুন ছদ্মবেশ!!
রঙ বদলায় গিরগিটিদের মত!
যখনতখন দিয়ে যায় মনে ক্ষত!!
পানের থেকে খসলেই একটু চুন,
শুনবে তখন বাচন শক্তির গুন।
রাষ্ট্র করবে তোমার চরিত কথা,
গোবেচারা হয়ে সইবে সকল ব্যথা।
সময় এখন আমিত্বে হয়েছে হাবি,
আন্তরিকতার ঘরে লাগিয়েছে চাবি!
একে অপরকে টেক্কা দেওয়ার খেলা!!
চারিদিকে যেন মনুষ্যত্বে অবহেলা!
মানবিকতা গড়ায় পথের ধুলোয়!
নৈতিকতাকে বাছছি বেতের কুলোয়!!
বিবেকের ঘরে জ্বলছে জৈষ্ঠ আগুন,
হারিয়ে গেছে ভালোবাসার সে ফাগুন!
হৃদয়ে সবার মরুভূমির উত্তাপ!
বলছে সময়, সময়ের অভিশাপ।