কবিতাঃ- বলছে ফাগুন....
✍️ মনোজ ভৌমিক
পলাশ কেন তোমায় ছুঁতে থাকে?
ঐ কৃষ্ণচূড়া আমায় কেন ডাকে??
শিমুল কেন হয়েছে উড়নচণ্ডী!
কিংশুক কেন হাঁটছে পাকদণ্ডী!!
ডালিয়া কেন হারালো নিজ মন!
মোগরার কেন হৃদয় ভাঙা পণ!!
ক্যামেলিয়ার মনটা কেন গো ভার!
কসমস কেন দেখায় নিজ বাহার!!
সূর্যমুখী চেয়ে আছে কার পানে!
হলুদ গাঁদা জুড়েছে কার প্রাণে!!
নাগেশ্বরের কেন এত হেলদোল!
মহুয়ারাণী খোঁজে আজ কার কোল!!
কনকচাঁপার দেখেছো কি হাবভাব?
নয়নতারার হারালো কেন স্বভাব??
কেন ওই বেলি হাসছে খালি খালি?
মুচকুন্দ হ'লো কার চোখের বালি!
রাধাচূড়ার কার জন্য এত সাজ!
গোলাপ কেন বকছে প্রলাপ আজ!!
সবুজ বনে অবুঝ কথার বাস!
বলছে ফাগুন,ভালোবাসার মাস।