কবিতাঃ- বলনা বাংলা
✍️ মনোজ ভৌমিক
বাংলাকে আর কেউ দেখেনা
দেখলোওনা ঐ সুপ্রিম কোর্ট,
অনাচার ও দুরাচার নিয়েই
হচ্ছে হোক উন্নয়নের ভোট!
শুনেছি অনেক এই বাংলা
ভাবতো যে ভাবনা আজ,
ভারতবর্ষ ভাবতো কাল
সাজিয়ে নিত্য নতুন সাজ!
মনীষী প্রধান এই বাংলায়
দেখছি শিক্ষা হয়েছে চুরি!
কৃষ্টি সৃষ্টি গেছে যে চুলোয়
রাজনীতি করে দাদাগিরি।
তোমরা যারা আশাবাদী ছিলে
জাস্টিস বদলাবে এ ফিজিক্স,
মারলো ছোবল ওই চন্দ্রচূড়
বাংলার সুর্য এবার ভ্যানিশ!
স্বপ্ন কেন চুরি হয়ে যায়!
বাংলা তুই আজ কোথায়!!
কোন কারণে ভারতবর্ষ
রেখেছিল তোরে মাথায়!!
তৃতীয় স্থানের বাংলা ভাষা
আজকে যে বড়ই ব্যথায়,
বল না তুই,বলনা বাংলা
তুই কি শুধু কথার কথায়!