কবিতাঃ- বুক করে দুরুদুরু
✍️ মনোজ ভৌমিক

কোন দুর্গার উদ্বোধন হচ্ছে এত প্যান্ডেলে প্যান্ডেলে!
কী লাভ বলো আলোর উৎসবে ডাণ্ডিয়া খেলা খেলে!!
একবার তাকিয়ে দেখো ঐ জয়নগরের কুলতিতে...
কিংবা চোখ রাখো বরোদার ভাইলির গর্ভা গ্রাউন্ডটিতে...
ওখানে কিশোরীকে গ্যাং রেপ,খুন!
এখানে তরুণীকে গণধর্ষণের ধুম!!
কোথাও প্রশাসনের প্রহসন!
কোথাও ভাবনায় দুঃশাসন!!
আবালবৃদ্ধবনিতা ভাবছে, এখন কী করি!
বন্ধ্যা হতে এ পৃথিবীর আর নেই বেশি দেরি...
উদ্বোধন হোক,ডান্ডিয়া চলুক,অসুর তুমিই গুরু!
এ দেশে নিয়ম কানুন শৃঙ্খলার বুক করে দুরুদুরু!!