কবিতাঃ- বোঝাই বলোনা কারে
✍️ মনোজ ভৌমিক
শরীর ছুঁয়েছে ক্লান্ত কালের রোদ,
মনের জানালা বড়ই যে নির্বোধ।
হকচকিয়ে শুনছে উলুর ধ্বনি!
অবোধ সময় করছে বেইমানি!!
কত ফুলের মধু খাচ্ছে দুষ্টু ভ্রমর,
ঝরা পাতাদের কে নেয় বলো খবর!
ধোঁয়াশা আকাশ শুধু ছুঁয়ে যায় মন,
বড়ই বেহায়া এ হেমন্ত সমীরণ।
হৃদয় দোলায় হিমেল হাওয়ার গতি,
শরৎ আলো থাকলে বলোনা কি ক্ষতি!
স্মৃতির পাতায় আজনবী শত হাট,
এ মনকে ছুঁয়েছে বিষন্নতা বিরাট।
এখন শুধু আমলকীবন ছুঁয়ে থাকা,
বেহিসাবী রঙে কতকিছু আজ ঢাকা।
যন্ত্রণাগুলো জেগে ওঠে বারে বারে,
ব্যালকনি ছাড়া বোঝাই বলোনা কারে!