কবিতাঃ- বো-ধন তোকে হতেই হবে
✍️ মনোজ ভৌমিক
বোধন তোর হোকনা যতই
শোধন হবে কি এ সমাজ?
অসুর বৃত্তির দম্ভ নিয়েই
পুরুষত্ব করবে রাজ।
ভক্তিও আজ ভিন্ন পন্থায়
শক্তি দেখাই ওইখানে!
ভাঙতে গেলে মনের দেওয়াল
ভাবনা লুকোবে কোনখানে!!
রঙবেরঙের পোশাক পরি
জেল্লা দেখাই প্যাণ্ডেলে,
রাত গভীরের রেস্তোরাঁতে
লোলুপ চোখে যাই ঢলে।
" জয় মা দুর্গা " বলতে গেলে
স্বর কেঁপে যায় জিভ টেনে!
বাবুগিরির ধরন ধারণ
আজও দেখি সব মনে।
বো - ধন তোকে হতেই হবে
যেমন হয় ঐ কামদুনি,
কালো কাপড়ে বাঁধবে চোখ
প্রহসন হবে খুব জানি।