কবিতাঃ- বছর শুরু
✍️ মনোজ ভৌমিক
তারিখঃ- ১৪-০৪-২০২৪
মাতিয়ে আসর, বাজিয়ে কাঁসর, নাচছো বলে, নতুন বছর,
ক্যালেন্ডারটা নতুন বটেই, নতুন সবার সাজের বহর।
যদিও এখন তোমার আমার শরীর জুড়ে দ্বীপ্র প্রহর,
থাকনা ওসব যেমন তেমন, মাতুক না আজ মনের শহর।
আজকে তোমার মনের গন্ধ শুঁকতে গিয়ে ভাবতে থাকি,
ইনস্টাগ্রামে ছবিটা দেখে ভাবছি ওটা তুমিই নাকি!
বোঝাই যায় না পুটুশ করে একটা বছর দিয়েছে ফাঁকি!!
বড় আয়নায় চেহারা দেখে, ইচ্ছে হয় না তোমায় ডাকি।
আজকেও দেখি তোমার পাশে,এই আমিটার নেই মানান,
পাঞ্জাবিতে চেহারা ঢাকলেও মাথার চুলে নই জোয়ান।
কলপ করেও দু'দিন পরেও মাথাটা ভাই শুভ্র বিতান!
কানের কাছে শুনছি সদাই দা-ঠাকুরের কলের গান।
ওরা সবাই ভালোই আছে সময় মেনে বাড়িয়ে পা,
অনন্তকাল বাঁচার নেশায়,রিমিক্সে গায় সা রে গা।
"আভি তো ম্যায় জোয়ান হুঁ" ভাবনা আজ সারে যাঁহা,
হাজার অসুখ লুকিয়ে দেহে,মন বলছে,"তু কাঁহা! "
বছর ছোঁয়া আয়ূটাও ভাই লজ্জা নিয়ে লুকোয় মুখ,
কেউ কি জানে কার ভাগ্যে হঠাৎ আসবে মরণ দুখ!
হিসেব নিকেশ, চুলোচুলি,জানি,সদাই থাকে সর্বভূক,
ওদের ভাবনা নিয়েই আজ চেহারায় দিই নতুন লুক।
ওদের তাদের চিন্তা নিয়ে, বাঁচার তেমন মানে নাই,
ইচ্ছে ডানায় লাগিয়ে হাওয়া, চলো মনকে আজ নাচাই।
'যেমন খুশি তেমন সাজো' পকেটে টান থাকবে ভাই,
বছর শুরুর এ দিনটায় জিন্দা দিল তো হওয়াই চাই।
বিঃদ্রঃ- শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও শুভকামনা এবং ভালোবাসা জানাই।