কবিতাঃ- বছর শেষে
✍️ মনোজ ভৌমিক
করছোটাকি ও নিধিরাম? গুনছো নাকি বছরটাকে??
বছর তো ভাই নিয়ম মেনে তোমায় দেবে কালকে ফাঁকি।
থাকনা দুঃখ পাঁজর ছুঁয়ে অভিমানটা থাকুক বাকি,
পার্সেন্টেজে সুখ বাড়লে,তখন তুমি ভীষণ লাকি।
এসো না ভাই, শেষ দিনটায়,পার্কে বসে হিসেব কষি,
ম্যাজিক স্লেটে দুঃখ মুছে,সুখের খোঁজে জমিয়ে বসি।
নিরাশা সব ডুবিয়ে মনে,হোক না মুখটা চাঁদ পিয়াসী,
প্রেম হারা ওই হৃদয়টাতে শব্দ তুলি, "ভালোবাসি।"
এমনিকরেই বছর ছুঁয়ে বাড়ুক না ভাই বয়স গতি,
বছরটাকে রোমন্থনে এসো না ভাই আজকে মাতি।
পেঁয়াজ ছিল গগনচুম্বী! রোসুন ব্যটা রিসেন্ট হাতি!
আলু, আদার বাড়ছে দর,ওদের দিকে দেখিয়ে ছাতি!!
রোজনামচার হিসেবে নিকেশ চলবে জেনো আগের দিনও,
বছরখানা নতুন হলেও মনের বোঝাপড়াটা চালিয়ে নিও।
পানের থেকে খসলে চুন একটু না হয় অধীর হয়ো,
কাটাকুটির খেলা খেলে, মানিব্যাগটা শেষেই ছুঁয়ো।
প্রতি বছর শেখায় তোমায়, আগের দিনে চলবে কেমন,
বাজার দরের লাগাম ছুঁতে হাঁপিয়ে ওঠে তোমার ও মন।
ট্রেস নিও না ও নিধিরাম, একটা কথাই রেখো স্মরণ,
এ জিন্দেগী মে হ্যা ভি কেয়া!খাতে পিতে হোক না মরণ।
বছর বাড়লে বয়স বাড়ে, মোদ্দা কথাটা মনেই রেখো,
বছর গোনার কি প্রয়োজন!দিন গুনেই বাঁচতে শেখো।
আজ বাঁচলে কাল দেখবে,কথাটা কিন্তু ঝালিয়ে দেখো,
হিংসা হিংসী দূরে রেখে, নতুন আলো শরীরে মেখো।
শেষটা যেন ভালোই কাটে, এই ভাবনায় এসো জাগি,
শান্তি সুখের প্রত্যাশা থাক, সবাই হ'বো এটার ভাগি।