@#@ বোর্ড পরীক্ষা তোর @#@
✍️ মনোজ ভৌমিক

কেমন করে দিনগুলি যে
এগোয় নিজের মত!
এমন দিন সামনে আসে
ভুলায় পুরানো ক্ষত!!

আমাদের সেই ছোট্ট ছেলে
দুষ্টু মিষ্টি ঈশান,
এগিয়ে চলে জীবন পথে
গাইতে প্রথম গান।

সুর লয় ও তালের সাথে
মানিয়ে নিয়ে চলিস,
শঙ্কা কিছু থাকলে ও মনে
ঈশ্বরে তুই স্মরিস।

শিক্ষাগুরু বড়ই মহান
দীক্ষাগুরু মাতা পিতা,
সবার চরণ বন্দে তুই
লিখে যা জীবন কথা।

আশীর্বাদ নে বড়দের
বোর্ড পরীক্ষা তোর,
অমানিশার আঁধার কেটে
আসুক নুতন ভোর।